ফ্রান্সে থাকা ব্রিটিশদের ফিরতি পথে চরম ভুগান্তি
বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই যুক্তরাজ্য সরকারের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইন ঘোষণা করার পর ফ্রান্সে থাকা ১৬০,০০০ ব্রিটিশ পর্যটকর চরম বিপাকে পড়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী শনিবার ১৫ই অগাস্ট ভোর ৪টার পর যারাই ফ্রান্স থেকে ফিরবেন, তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে।
হঠাৎ করে এই ঘোষণা আসায় এই মুহূর্তে ফ্রান্সে থাকা প্রায় দেড় লক্ষাধিক ব্রিটিশ নাগরিক চরম বিপাকে পড়েছেন। অনেকে পরিবার নিয়ে ছুটি কাটাতে গেলেও এখন বাধ্য হয়ে আগে ভাগেই ফিরে আসার চেষ্ঠা করছেন। ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যেই ইউরোষ্টার ট্রেন যেটা লন্ডন – প্যারিস – ব্রুসেলসের মধ্যে চলাচল করে, এর সবকটি টিকেট বিক্রি হয়ে যায় কয়েকগুন বেশি মূল্যে। এয়ারলাইন্সগুলি তাদের টিকেটের দাম প্রায় ৪০০ গুন বৃদ্ধি করে দেয় রাতারাতি।
এখন পরিস্থিতি এমন যে কোন মূল্যের বিনিময়েই আর কোন টিকেট পাওয়া যাচ্ছেনা। এদিকে যারা গাড়ি নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন তারাও হুড়োহুড়িতে মেতেছেন ফ্রান্সের কার্লাই পোর্টে। ফেরি কোম্পানিগুলি অধিক দামে আগেই বুকিং শেষ করে নিয়েছিলো, এখন বাড়তি ফেরি সংযোজনের ঘোষণা দিয়েছে।
বিবিসির সূত্র মতে, বেশিরভাগ পর্যটকই আতংকে আছেন তাদের কর্মক্ষেত্র নিয়ে। যদি তারা সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যুক্তরাজ্যে পৌঁছাতে না পারেন, তাহলে তাদের কে বিনা বেতনে ১৪ দিন কোয়ারেন্টাইনে যেতে হবে।





