#যুক্তরাজ্য

প্রতারণার অভিযোগে ৪ ব্রিটিশ বাংলাদেশীর ২০ বছরের কারাদন্ড।

অর্থ প্রতারনার অভিযোগে চারজনের একটি গ্যাংকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। দন্ডপ্রাপ্ত চারজনই ব্রিটিশ বাংলাদেশী। এই চারজন বিরুদ্ধে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে স্ক্যাম করে প্রায় ৩০০ হাজার পাউন্ড হাতিয়ে নেওয়াসহ নানান প্রতারনার অভিযোগ প্রমানিত হয়েছে।

কারাদন্ড পাওয়া চার মনের নাম মোহাম্মদ রাহমান, মোহাম্মাদ মারজান, মোহাম্মাদ হুসেইন এবং সরিফুল ইসলাম। এই চারজনকে ১০ জুন ইজলিংটন ক্রাউন কোটে দোষী সাব্যস্ত করেছে।

কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই চারজনই পুলিশের কাছে ধরা পরার পর তাদের দোষ শিকার করেন। আর এদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ফ্রড করার অভিযোগ আনা হয়েছিলো।

বিষয়টি নিয়ে গ্লোসেস্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই গ্যাংটির কারনে ১০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বয়স্ক ব্যক্তিদের টার্গেট করতো।

পুলিশ বলছে, তারা এই গ্যাংটি নিজেদের পুলিশ অফিসার বলেও পরিচয় দিতো ভুক্তভোগীদের কাছে। তারা বেশ কিছু ভুক্তভোগীকে জানান তারা একটি ফ্রড কেসের তদন্ত করছেন। আর এই অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টের অর্থের সাথে মিলে গিয়েছে।

তাই তাদের অ্যাকাউন্টের অর্থ পুলিশকে দ্রুত কুরিয়ার করতে বলেন এই গ্যাংটি। এই চারজনের গ্যাংয়ের চতুরতার শিকায় হয় ৬০ জন বয়স্ক মানুষ। আর এতে তাদের ক্ষতি হয় ২৯০ হাজার পাউন্ড। এছাড়া ২০২১ সালের জানুয়ার থেকে এপ্রিল পর্যন্ত পুলিশের কাছে এমন সমস্যা নিয়ে প্রায় ৭ হাজার ফোন কল আসে। আর যাদের ফোন কল আসে তাদের সবার বয়সই ৭৫ থেকে ৯৯ বছরের মধ্যে।

পুলিশ বলছে, যে ভুক্তভোগীরা তাদের কাছে অভিযোগ করেছেন তারা সবাই বয়স্ক। অনেকের ডিমেনশিয়া রয়েছে। তাই তারা কত অর্থ হারিয়েছেন তাও সঠিক ভাবে বলতে পারছেন না।

পুলিশ বলছে, এই গ্যাংটিকে ধরতে তাদের ২০ জনের একটি দল নিয়মিত কাজ করার পর গত ৬ এপ্রিল তাদের আটক করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *