প্রচন্ড তাপ দাহের কারণে যুক্তরাজ্যে সমুদ্র সৈকতগুলিতে উপচে পড়া ভীড়
গত কয়েকদিনে যুক্তরাজ্যের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকায়, মানুষ একটুখানি সস্থির খোঁজে সমুদ্র সৈকতগুলিতে ভীড় করছে। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি। তা সত্ত্বেও সেখানকার অধিকাংশ মানুষের কাছে একপ্রকার উপেক্ষিত স্বাস্থ্যবিধি। রবিবারের বন্ধের দিনগুলোতে মানুষ নেমে পড়ছে সূর্যস্নানের জন্য। মহাসড়কগুলোতে গাড়ির দীর্ঘ যানজট, বিচে চলছে জায়গা দখলের প্রতিযোগিতা। ব্রিটিশদের সূর্যস্নানের কাছে করোনাও যেন অসহায় হয়ে পড়েছে।
৩৩ ডিগ্রি সেলসিয়াসের সুন্দর মনোরম তাপমাত্রার মধ্যে সূর্যস্নান করতে দলে দলে মানুষ নেমে পড়ে রাস্তায়। এরপর তাদের গন্তব্য সমুদ্রসৈকতের তীরে। জায়গা পাওয়ার জন্য কেউ কেউ রাতের বেলাতেই ভিড় করেছে। রাস্তায় রাস্তায় গাড়ির দীর্ঘ সারি। কয়েক কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করিয়ে রেখেই তারা পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। যেখানে মানা হয়নি কোনো সামাজিক দূরত্বের কোনো বিধিনিষেধ। এই ধরনের জনসমাগম থেকে আবারও ভয়াবহভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ যেনো কিছুটা নীরব ভূমিকাই পালন করছে।
প্রসঙ্গত: যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে সাড়ে ৪৬ হাজার মানুষ। চীনের পরপর ইতালি এবং যুক্তরাজ্যে যখন করোনা হানা দেয় তখন দিশেহারা হয়ে পড়ে গোটা ইউরোপ।





