#যুক্তরাজ্য

দাবী আদায়ে সাস্থ্য কর্মীদের বিক্ষোভ প্রদর্শন

করোনা মহামারিতে সম্মুখ ভাগে দায়িত্ব পালন করে যাওয়া যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিসের (এনএইচএস) নার্সরা ন্যায্য বেতন ও কাজের স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেছেন।

গত শনিবার যুক্তরাজ্য জুড়ে পূর্ব পরিকল্পিতভাবে আয়োজিত একাধিক বিক্ষোভে কয়েক হাজার নার্স অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে যোগ দেন এনএইচএসের অন্যান্য স্বাস্থ্যকর্মীও।

সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভে অংশ নেওয়া একজন নার্স ড্যাব কার বলেন, সেন্ট টমাস হাসপাতালের আইসিইউ বিভাগের নার্স তিনি। এই হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। ডেব কার আরো জানান, করোনা মহামারির মধ্যেও দায়িত্বপালন করে যাওয়াটা ছিল জীবনের সবচেয়ে কঠিন বিষয়। এই সময়েও বেতন না বাড়ানোয় রাগ হচ্ছে তাঁর।

বিভিন্ন সুত্র মতে, চলমান মহামারির সময়ে দায়িত্ব পালনের জন্য গত মাসে এনএইচএসের চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। কিন্তু তাতে নার্স ও অন্য চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এরপর থেকেই তাদের মধ্যে অসন্তুষ্টি ও ক্ষোভের জন্ম নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *