#যুক্তরাজ্য

তালেবানদের সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজন হলে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। শুক্রবার তিনি এমন মন্তব্য করেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আফগানিস্তান পরিস্থিতি মোকাবিলা নিয়ে তার পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব রয়েছেন কড়া সমালোচনার মধ্যে। কিন্তু বরিস জনসন তার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ অবলম্বন করেন। তিনি মিডিয়াকে বলেন, আমি জনগণকে নিশ্চিত করতে চাই, আফগানিস্তান সমস্যা সমাধানের জন্য আমরা রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে কাজ করছি। কাজ করছি তালেবানদের সঙ্গে। অবশ্যই যদি প্রয়োজন হয়, তাহলে চালিয়ে যাবো (তালেবানদের সঙ্গে কাজ)। এদিন তার কাছে প্রশ্ন করা হয়েছিল, আফগানিস্তান পরিস্থিতি মোকাবিলা যেভাবে করেছেন তার পররাষ্ট্রমন্ত্রী, তাতে বিরোধীরা তার পদত্যাগ দাবি করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের প্রতি তার আস্থা অবিচল আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বরিস জনসন বলেন- অবশ্যই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *