ডিসেম্বরে ম্যানচেস্টার থেকে বিমান আবার চালু হচ্ছে !
কোরোনার থাবায় বন্ধ হয়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘ খরা কাটিয়ে আবার ম্যানচেস্টার থেকে আবার যাত্রা শুরু করছে। প্রায় ২ বছর বন্ধ থাকার পর আগামী ডিসেম্বর থেকে সপ্তাহে ২ দিন তাদের ফ্লাইট পরিচালনা করবে। বিমান ও স্থানীয় ট্রাভেল এজেন্সি সূত্রে জানা গিয়েছে আসছে ডিসেম্বরের ১৯ তারিখ থেকে প্রতি সপ্তাহে রোববার ও মঙ্গলবার দুইদিন ম্যানচেস্টার থেকে সিলেট হয়ে ঢাকা ফ্লাইট পরিচালনা করা হবে। ট্রাভেল এজেন্সি গুলো ইতিমধ্যে টিকেট বিক্রি করা শুরু করে দিয়েছে। এদিকে বিমান পুনরায় চালু হওয়ার খবরে ম্যানচেস্টার তথা নর্থ-ওয়েস্ট এর বাংলাদেশী কমিউনিটিতে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে যারা ঝামেলা এড়িয়ে সরাসরি সিলেট যেতে পছন্দ করেন তাদের জন্যে বিমানের এই রুট খুবই ফলপ্রসূ ভূমিকা পালন করে।





