#যুক্তরাজ্য

‘টিয়ার ৫’ লকডাউনের দিকে এগুতে পারে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যে বর্তমানে সর্বোচ্চ ‘টিয়ার ৪’ লকডাউন করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের সংক্রমণ থামাতে আরো কঠিন বিধি নিষেধ আরোপ করতে পারে দেশটির সরকার।

এরইমধ্যে দেশটির কিছু কিছু অঞ্চলে চলছে টিয়ার ৪ লকডাউন। এর থেকেও কড়াকড়ি বিধি নিষেধ নিয়ে আসতে পারে টিয়ার ৫ লকডাউন, বলে খবর প্রকাশ করেছে দেশটির অন্যতম শীর্ষ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, টিয়ার ৪ লকডাউন মহামারি নিয়ন্ত্রণে যথেষ্ট নয় এরইভিত্তিতে টিয়ার ৫ লকডাউন ঘোষণা করা হতে পারে এমন ইঙ্গিত দিয়েছে সরকারি সূত্র। প্রায় দুই সপ্তাহজুড়ে লন্ডন, সাউথ-ইস্ট ইংল্যান্ড এবং দেশটির পূর্বাঞ্চলে কঠিন লকডাউন চলছে। এর অধিনে মানুষকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে নিষিদ্ধ করা হয়েছে হাউজহোল্ড মিক্সিং।

এখন বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন অঞ্চলে কড়াকড়ি আরো কিছুদিন স্থায়ী করা উচিত। বড়দিনের ছুটি চলায় দেশটিতে করোনা পরীক্ষায় ধীর গতি দেখা গেছে। ফলে সাময়িকভাবে সেখানে পরিস্থিতি অস্পষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

হোয়াইট হল সূত্র থেকে জানা গেছে, ‘টিয়ার ৪‘ লকডাউন আর কাজ করছে না। সরকার তাই টিয়ার ৪ লকডাউনের আরো একটি স্তর যুক্ত করতে যাচ্ছে। তবে এই নতুন লকডাউন কেমন হবে তা নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একে ‘টিয়ার ৫‘ লকডাউন বলে ডাকা হবে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, নতুন পদক্ষেপে স্কুল কলেজগুলো বন্ধ করে দেয়া হবে এবং অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

সম্প্রতি এক নতুন গবেষণায় দেখা গেছে, সমগ্র ব্রিটেনকেও যদি টিয়ার ৪ লকডাউনের আওতায় আনা হয় তারপরেও ছড়িয়ে পরা করোনার নতুন স্ট্রেইনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই এখন ‘টিয়ার ৪‘ এর থেকেও কঠিন লকডাউন আরোপের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে গার্ডিয়ান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *