এপ্রিল থেকে যুক্তরাজ্যে বাড়নো হচ্ছে পানির মূল্য।
গত বছর থেকে একের পর এক বৃদ্ধি পাচ্ছে জরুরি সেবা সমূহের মূল্য। নিত্যপ্রয়োজনীয় খাদ্য, গ্যাস, বিদ্যুৎ এবং কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি পাওয়ায় মানুষ অনেকটাই দিশেহারা।
এবার বাড়ছে পানির দাম। এপ্রিল থেকে যুক্তরাজ্যে প্রায় ৭% বাড়ানো হচ্ছে পানির সরবরাহ মূল্য।
ওয়াটার বিল বাড়ার প্রসঙ্গে দি কনসুমার কাউন্সিলার ফর ওয়েল্স ওয়াটারের চেয়ারম্যান বড়বি উইলিয়াম বলেন, লোকবল সমস্যা, যন্ত্রপাতি, ক্যামিক্যাল সব মিলিয়ে দাম বৃদ্ধির বিকল্প নেই। তবে হঠাৎ করে শতকরা ৭% পারসেন্ট ওয়াটার বিল কাস্টমারদের অর্থনৈতিক সমস্যায় ফেলবে।
পানির দাম বা ওয়েল্স ওয়াটার বিল শতকরা ৭% পার্সেন্ট বৃদ্ধি হাজার হাজার পরিবার বা হাউজ হোল্ড পরতে যাচ্ছে মহাবিপাকে। তবে পানির অন্যান্য কম্পানী গুলি ৩.৮% থেকে ৬.৬% বাড়াতে পারে পানির দাম।
দেশ ভেদে ওয়াটার কম্পানী গুলি ওয়াটার বিল বাড়াবে। অনেক কম্পানী গুলি হয়তো কিছুটা কম বাডাতে পারে।তবে আগামী এপ্রিল থেকে সমগ্র ব্রিটেন জুড়েই ওয়াটার বিল বাড়বে।





