#যুক্তরাজ্য

ইউরোপের ৬টি দেশে ব্রিটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট নিষিদ্ধ।

রাজধানী লন্ডনে নতুন প্রকৃতির করোনা ভাইরাস চিহ্নিত হওয়ায় সংক্রমণ রোধে বৃটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট নিষিদ্ধ করেছে ইউরোপের ৬টি দেশ। সোমবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং চলবে ১লা জানুয়ারি পর্যন্ত। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স ও ইতালি সরকার রোববার সকালে এক বিবৃতিতে এ কথা বলেছে। এতে আরো বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখছেন তারা। প্রয়োজনে অন্যান্য পরিবহন ব্যবস্থার বিরুদ্ধেও বাড়তি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাই দেশগুলি করোনা ভাইরাস রোধ করতে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণা দিয়েছে, অত্যাবশ্যকীয় না হলে সফরে বের না হতে। এর আগে শনিবার দিবাগত মধ্য রাতে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সর্বোচ্চ সতর্কীকরণ টিয়ার-৪ ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *