#যুক্তরাজ্য

ইউরোপের মধ্যে করোনায় মৃতের সংখ্যা যুক্তরাজ্যে বেশী

ইউরোপের ২১টির দেশের মধ্যে তুলনামূলক ভাবে কভিড-১৯ মহামারীতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাজ্যে, পরিসংখ্যান অফিসের একটি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

অফিস অফ ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস) বিশ্লেষণ করে যুক্তরাজ্যেকে ইউরোপের মহামারী দ্বারা আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলির মধ্যে অন্যতম হিসাবে নিশ্চিত করেছে ।

এদিকে এ পর্যন্ত সব মিলিয়ে  করোনায় বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ৬ লাখ ৬৬ হাজার যার মধ্যে যুক্তরাজ্যেই মৃতের সংখ্যা ৫০ হাজার এর বেশী, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ।

ওএনএস জানিয়েছে, অনেক ইউরোপীয় দেশগুলোর নির্দিষ্ট অঞ্চলে মহামারীটি সীমাবদ্ধ ছিল কিন্তু সমগ্র যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছিল এই মহামারী। স্কটল্যান্ডের তুলনায় ইংল্যান্ডের মৃত্যুর হার ছিল লক্ষণীয় বেশি। এমনকি ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের চেয়ে ইংল্যান্ডে মৃত্যুর হার ছিল বেশি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *