#যুক্তরাজ্য

ইংল্যান্ডে ৬জনের বেশি একত্রিত হওয়া নিষেধ !

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করেই প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিলেন যে, আগামী ১৪ই সেপ্টেম্বর হতে ইংল্যান্ডে ছয়ের অধিক ব্যক্তি একত্রিত হওয়া বে-আইনি বলে গণ্য হবে।

১০ ডাউনিং স্ট্রিট থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়তি কভিড – ১৯ এর সংক্রামন রোধে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন আইনের পূর্ণাঙ্গ বিধি সমূহ এখনো বিস্তারিত ভাবে খোলাসা করা হয়নি, তবে যতদূর জানা গেছে তাতে বলা হয়েছে, পরিবারের বাইরে এক সাথে ছয় জনের বেশি কোন জায়গাই মিলিত হওয়া যাবেনা। তবে এই আইন শিক্ষাঙ্গন, কর্মক্ষেত্র, অনুমোদিত ক্রীড়া, বিবাহ ও শব যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য হবেনা। আইন ভঙ্গকারীকে ১০০ পাউন্ড থেকে ৩২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা ভরতে হতে পারে।

এছাড়া, যে সকল সিটিগুলিতে রেড এলার্ট জারি আছে, সেখানে স্থানীয় লক ডাউন নীতি বলবৎ থাকবে। সূত্রঃ বি বি সি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *