ইংল্যান্ডে লোন জালিয়াত চক্রকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।
করোনাভাইরাস মহামারির সময়ে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সহজ শর্তে দেয়া বাউন্সব্যাক লোন নিয়ে ব্যাপক জালিয়াতী হয়েছে বলে বিবিসির রিপোর্টে প্রকাশিত হয়েছে। এবার এই চক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ।
ব্যাংকগুলো থেকে ৪০ বিলিয়ন পাউন্ডের বেশি বাউন্স ব্যাক লোন গ্রহন করা হয়েছে ব্যবসার উন্নতির জন্য। আর ৫০ হাজার পাউন্ড করে উত্তোলন করা হয়েছে বেশিরভাগর ব্যবসা প্রতিষ্ঠানের নামে। এখন এসকল ব্যবসার অনেকগুলোই বিক্রি করা হচ্ছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি।
বিশেষজ্ঞরা বলছেন, কোন রুপ যাচাই বাছাই না করেই বিলিয়ন পাউন্ড লোন দিয়েছে সরকার যার অধিকাংশই ফ্রড হয়েছে। ব্যবসার উন্নতির জন্যে লোন নিলেও অনেকে এই প্রাপ্ত টাকা অন্য খাতে ব্যয় করেছেন। এখন ঋণের বোঝা মাথা থেকে সরাতে ব্যবসা বিক্রির পায়তারা করছেন। অপরিকল্পিত ভাবে প্রদত্ত এই তহবিল আদতেই সরকার ফেরত আনতে পারবে কিনা, এখন প্রশ্ন এটাই ?





