ইংল্যান্ডে পিসিআর টেস্ট বন্ধ।
হঠাৎ করেই ইংল্যান্ডে বন্ধ করে দেওয়া হয়েছে পিসিআর টেস্ট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুরো ইংল্যান্ডে করোনাভাইরাসের পিসিআর টেস্টের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রাখা হয়েছে । সাধারণ মানুষ ও অত্যাবশ্যকীয় কর্মীদের জন্য এখন বাসায়ও পিসিআর টেস্টের ব্যবস্থা নেই। এই পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট এখন আছে শুধু স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে।
করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার অপরাহ্নে মিটিংয়ে বসছেন উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীরা। সোমবার থেকে যে বিধিনিষেধ কার্যকর হয়েছে সে বিষয়েও পর্যালোচনা হবে । ওই বিধিনিষেধের অধীনে বার ও রেস্তোরাঁয় টেবিল সার্ভিস সীমিত করা হয়েছে। কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব পুনর্বহাল করা হয়েছে।
বুধবার বৃটেনে একদিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজারে দাঁড়ানোর পর উত্তর আয়ারল্যান্ডের পার্লামেন্ট স্টরমন্টের মন্ত্রীরা মিটিং করার সিদ্ধান্ত নেন।
এরই মধ্যে দ্রুতগতিতে বিস্তার লাভের ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্ট পশ্চিম ও পূর্ব ইউরোপে থাবা বিস্তার করেছে। পূর্ব ইউরোপে যারা কম টিকা নিয়েছেন সেখানে বড়দিনের পরে সংক্রমণ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ অঞ্চলের বহু দেশ সম্প্রতি করোনাভাইরাসের ঢেউ থেকে উঠে এসেছে। এ সময় সেখানে স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক বিপর্যয়কারী চাপ সৃষ্টি করে। এখন যেহেতু পুরো অঞ্চলে ওমিক্রন সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং বড়দিনে জমায়েত বৃদ্ধি পেয়েছিল, ফলে সামনের কয়েকটি সপ্তাহ সংক্রমণ আরো দ্রুতগতিতে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রোমানিয়ার ন্যাশনাল সেন্টার ফর সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল অব কমিউনিকেবল ডিজিজেস-এর পরিচালক আদ্রিয়ানা পিস্তল সতর্ক করেছেন এই বলে যে, তার দেশে নতুন ঢেউয়ে দিনে কমপক্ষে ২৫ হাজার করে মানুষ সংক্রমিত হতে পারেন। ইউরোপিয়ান ইউনিয়নে সবচেয়ে কম টিকা দেয়া দ্বিতীয় দেশ রোমানিয়া। সেখানকার ৬৫ বছরের বেশি বয়সীদের অথবা জটিল রোগ নিয়ে বসবাস করছেন এমন শতকরা প্রায় ৬০ ভাগ মানুষ টিকা নেননি। আদ্রিয়ানা পিস্তল বলেছেন, যদিও ওমিক্রন ভ্যারিয়েন্ট ভয়াবহতা সৃষ্টি করে না, তবু তা স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
তথ্যসূত্র: স্কাই নিউজ।





