#যুক্তরাজ্য

অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকা নিয়ে ২৫ জনের রক্ত জমাট বেঁধেছে।

অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নেওয়া অন্তত ২৫ জনের রক্ত জমাট বেঁধেছে বলে জানিয়েছে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এটি বিরল ঘটনা। আর পাঁচজনের শরীরে সামান্য হলেও রক্ত জমাট বেঁধেছে।

নতুন এই প্রতিবেদনের ফলে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।ব্রিটেনে এখন পর্যন্ত মোট এক কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই হিসাবে প্রতি ছয় লাখে একজনের রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই ভ্যাকসিনের উপকারিতা দেখলে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ খুব বেশি নয়। তবে তারা জানিয়েছে, বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে এই ধরনের কোনও রিপোর্ট পাওয়া যায়নি।

রক্তে জমাট বাঁধার আশঙ্কায় ইউরোপের বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করা হয়েছিল। পরে ইউরোপীয় মেডিসিন্স সংস্থার সুপারিশে পুনরায় ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। ইউরোপে এখন প্রায় ৩০ লাখ ফাইজারের ভ্যাকসিন ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও বুলগেরিয়ায় দেওয়া হবে। বাকি দেশগুলো ৬৬ লাখ ৬০ হাজার ভ্যাকসিন পাবে।

এর আগে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ও রক্তে বিরল ধরনের জমাট বাঁধার যোগসূত্র থাকতে পারে। এমন ধরনের অন্তত ৬২টি ঘটনা পর্যালোচনার পর এই অবস্থানের কথা জানায় সংস্থাটি। ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি জানিয়েছে, চলতি সপ্তাহে হালনাগাদ সুপারিশমালা জারি করতে পারে নিরাপত্তা কমিটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *