#যুক্তরাজ্য

অবৈধ অভিবাসীদের টিকা নেয়ার আহ্বান।

যুক্তরাজ্যে বসবাসকারী অবৈধ অভিবাসীদের করোনার টিকা নিতে আহ্বান জানিয়েছে সরকার। টিকা প্রদানের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

ডেইলি মেইল জানায়, প্রত্যাশিত এই উদ্যোগ নেয়া হয়েছে বৃটেনকে হার্ড ইমিউনিটিতে পৌঁছানোর জন্য এবং লকডাউনকে শিথিলকরণ দ্রুততর করার জন্য। এই উদ্যোগের নৈতিক উদ্দেশ্য হলো সবাইকে টিকা দেয়া। সবাইকে নিরাপদ রাখা। এ জন্য জিপির মাধ্যমে নিজেদের নিবন্ধিত করাতে হবে। তবে তার জন্য তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে না।

বৃটেনে কি পরিমাণ অবৈধ হিসেবে অবস্থান করছেন সরকারি পরিসংখ্যানে তা জানা যায়নি। তবে কোনো কোনো সূত্র থেকে এ সংখ্যা ১৩ লাখ হতে পারে বলে আন্দাজ করা হয়। সরকারি এক মুখপাত্র রোববার রাতে বলেছেন, বৃটেনে বসবাস করেন এমন সবাইকে বিনামূল্যে এই টিকা দেয়া হবে। এক্ষেত্রে তাদের অভিবাসন মর্যাদা কি রকম তা আমলে নেয়া হবে না।

যারা জিপি মাধ্যমে নিবন্ধিত হবেন তাদেরকে আগেভাগে টিকা দেয়া হবে। এ জন্য সব শ্রেণির অবৈধ অভিবাসীকে নিশ্চয়তা দেয়া হচ্ছে যে, তারা টিকা নিতে গেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। এমনকি যারা বোটে করে অবৈধ উপায়ে বৃটেনে প্রবেশ করেছেন অথবা লরিতে করে বৃটেনে প্রবেশ করেছেন, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হবে না। এ ছাড়া যারা ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বৃটেনে অবস্থান করছেন তাদেরকেও এই টিকা দেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *