#যুক্তরাজ্য

৪০০০ জিরো ইমিশন বাস তৈরী করা হবে ইংল্যান্ডের জন্যে।

পরিবেশ রক্ষায় যুক্তরাজ্য সরকার বদ্ধ পরিকর।  আগামী ২০৩০ সালের মধ্যে গ্রীন জোন হিসেবে বিশ্বে উদাহরণ সৃস্টি জন্য দৃঢ প্রত্যয় গ্রহন করা হয়েছে।

পরিবেশ রক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে ইতি মধ্যেই কাজ শুরু করা হয়েছে। রাস্তায় গাড়ির পরিবর্তে বাই সাইকেল, পাবলিক ট্রান্সপোর্ট ব্যাবহার করার জন্য জনসাধারনকে উৎসাহিত করা হচ্ছে।

প্যাট্রোল এবং ডিজেল কার পরিহার করে ব্যাটারি এবং চার্চের কার ব্যাবহার করার ব্যাবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো বায়ুদূষণ হয় এমন কল কারখানা বন্ধ করে বিকল্প ব্যবস্থা ইতিমধ্য নিয়েছে সরকার।

ইংল্যান্ডের বিভিন্ন শহরে জন্যে ৪০০০ নতুন পরিবেশ বান্ধব, জেরো ইমিশন বা বায়ু দূষণ মুক্ত ডাবল ডেকার বাস তৈরি করার কাজে খুব শিগ্রী হাত দিচ্ছে যুক্তরাজ্য সরকার । এর জন্য ব্যায় ধরা হচ্ছে ৪.২ বিলিয়ন পাউন্ড। চ্যান্সেলর ঋশি সুনাক জানিয়েছেন, এই প্রজেক্টি শুরু করার জন্যে ইতিমধ্যে ১২০ মিলিয়ন পাউন্ড বরাদ্ধ দেয়া হয়েছে। বাকি টাকা পর্যায়ক্রমে বাস প্রস্তুতকারী কোম্পানির হাতে তুলে দেয়া হবে।

ব্রিটেনের বাস নির্মাণ ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর পাউল ডেভিস ও ডিরেক্টর আলেকজান্ডার ড্যানিস বলেন,” বায়ুদূষণ মুক্ত বাস নির্মাণের চুক্তি হয়েছিলে ২০২০ প্রথম দিকে কিন্তু কভিড-১৯ করোনাভাইরাস মহামারির কারনে কাজ বন্ধ ছিলো এবং প্রয়োজনীয় পার্স সহ জিনিস পত্রের দাম বৃদ্ধির ফলে সরকারের সাথে সমঝতার পর আবার শুরু হচ্ছে”।

বেটার ট্রান্সপোর্ট ক্যাম্পেইনার পাউল তই বলেন,” পরবর্তী প্রজন্মের কাছে ইংল্যান্ড কে পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত রেখে যাওয়ার জন্যই আমাদের এই ক্যাম্পাইন। সবুজ সমারোহে পরিবেশ রক্ষায় পেট্রোল বা ডিজেল ছাড়া জেরো ইমেশন বাস দীর্ঘ মেয়াদে খুবই মংগল জনক হবে”।

আশা করা হচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যেই পরিবেশ বান্ধব বায়ুদূষণ মুক্ত নতুন বাস ইংল্যান্ডের রাস্তায় নামবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *