#যুক্তরাজ্য

৩ বিলিয়ন খরচ করে নতুন বাস লেনের পরিকল্পনা।

যুক্তরাজ্যে নতুন পরিকল্পনার অংশ হিসেবে শতশত মাইল নতুন বাস লেন তৈরি করতে যাচ্ছে সরকার।

ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট বলেছে, ৩ বিলিয়ন পাউন্ডের এই পরিকল্পনা অংশ হিসেবে সারা দেশে বাস সার্ভিসের টিকেটের মূল্য কমানো হবে এবং যাএীরা যাতে সহজে এই বাস সার্ভিস ব্যবহার করতে পারে সেই উদ্যোগ নেওয়া হবে।

কভেন্ট্রিতে ন্যাশনাল এক্সপ্রেস ডিপো পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, লন্ডনে যুক্তরাজ্যের প্রথম বৈদ্যুতিক বাস সার্ভিস চালু হতে যাচ্ছে , এতে করে কার্বন নির্গমন এবং দূষণ কমিয়ে আনবে এবং এই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে পরিকল্পনার অংশ হিসেবে ৪ হাজার নতুন বৈদ্যুতিক বা হাইড্রোজেন বাস সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এছাড়াও ডিজেল চালিত বাস বিক্রি বন্ধ এবং এই নিষেধাজ্ঞা কখন কার্যকর হবে তা নির্ধারণের জন্য আলোচনা শুরু হয়েছে বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *