২০ সেপ্টেম্বর থেকে উঠে যাচ্ছে প্রাইভেট ভাড়াটিয়াদের উচ্ছেদ না করার নিষেধাজ্ঞা।
করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের গৃহহীন হওয়ার শঙ্কা থেকে মুক্ত রাখতে যুক্তরাজ্য সরকার এ বছরের মে মাসে একটি অধ্যাদেশ জারি করেছিলো যে, কোন প্রাইভেট ল্যান্ডলর্ড ঘর ভাড়া বকেয়ার অজুহাতে কোন ভাড়াটিয়াকে ঘর হতে বের করে দিতে পারবে না। এটি মূলত করা হয়েছিলো কর্মহীন, আয় বঞ্চিত মধ্যবিত্ত মানুষকে বাস্তুহারা হওয়া থেকে প্রতিরোধ করার জন্যে।
বিগত কয়েকমাসে অনেক ঘরের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও কিছু করার ছিলোনা। রাষ্ট্রীয় আইনের কারণে চাইলেও তারা কোন ভাড়াটিয়াকে ভাড়া না দেয়ার কারণে ঘর থেকে বের করে দিতে পারেননি।
তবে এমনটি আর বেশিদিন নয়, আগামী ২০শে সেপ্টেম্বর থেকে এই অধ্যাদেশ তুলে নিচ্ছে সরকার। ২০ তারিখের পর ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হলে, আইনি প্রক্রিয়ায় ঘরের মালিক ভাড়াটিয়াকে বের করে দিতে পারবে।





