#যুক্তরাজ্য

১৮ বছরের কম বয়সীদের ফ্রি ভ্রমণ সুবিধা বন্ধ হচ্ছে অক্টোবর থেকে

লন্ডনে ১৮ বছরের কম বসয়ী শিশুদের ফ্রিতে পরিবহন ভ্রমন বন্ধ হচ্ছে অক্টোবর হাফ র্টাম থেকে।

প্রাথমিকভাবে ১১ থেকে ১৭ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ভ্রমন বন্ধ হচ্ছে , সরকারের কাছ থেকে শর্তসাপেক্ষে ১.৬ বিলিয়ন পাউন্ড ব্যালআউট করার কারনে।

টিএফএল বলছে প্রায় ৩০ শতাংশ শিশু বর্তমানে স্কুলে যাতায়াতের সময় ফ্রিতে বাস ব্যবহার করে থাকে। যদিও লন্ডন মেয়র সরকারের এই পরিকল্পনা বাদ দেওয়ার আহবান জানিয়েছেন।

আশাকরা হচ্ছে এই উদ্যোগের ফলে করোনাভাইরাস সংক্রমন কমাতে কার্যকর ভূমিকা রাখবে। তবে পুনরায় কখন আবার চালু করা হবে তা নিশ্চিত করা হয়নি।

মেয়র সাদিক খানের একজন মুখপাত্র বলেছেন, এই নীতি লন্ডনে দরিদ্র অধিবাসীদের ক্ষতিগ্রস্থ করবে। সম্প্রসারিত স্কুল এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রশাসনিক তহবিলে ঘাটতি দেখা দিবে।

টিএফএলকে দেয়া এক চিঠিতে ট্রান্সপোর্ট সেক্রেটারী ব্যারনেস নরবিটন বলেছেন, ১১ থেকে ১৭ বছর বয়সীদের আগামী অক্টোবরের হাফ টার্মের পর অস্থায়ীভাবে ফ্রি ভ্রমন বন্ধ করা হচ্ছে। পরবর্তীতে অবস্থা বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *