১৭ হাজার পাউন্ড ক্ষতিপূরণ পেলেন টেসকোর চাকরিচ্যুত চালক।
ঘন ঘন টয়লেট ব্যবহার করতে হয় টেসকো ডেলিভারী চালক বিলি ফিৎজসিমন্সের। ব্লাডার জনিত সমস্যার কারণে নিৰ্দিষ্ট সময় পর পর তাকে দৌড়াতে হয় মূত্র বিসর্জন করতে। কিন্তু টেসকোর যেসব স্টোরে তিনি নিয়মিত নন, সেগুলোর টয়লেট ব্যবহার তার জন্যে নিষিদ্ধ ছিল। ফলে তাকে কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে যেতে হত টয়লেট ব্যবহারের জন্যে। এতে টেসকোর পণ্য সরবরাহ বিলম্বিত হওয়ার কারণ দেখিয়ে কোম্পানীটি তাকে চাকরিচ্যুত করে।
টেসকোর পণ্য সরবরাহকারী ভ্যানগুলোতে ক্যামেরা ও ট্র্যাকার সংযুক্ত থাকে। অনুসন্ধান করে স্কটল্যান্ডের টেসকোর ডেলিভারী ম্যানেজার আবিষ্কার করেন যে, বিলি তিন মাসে ৭৯৫ মিনিট কর্ম সময়ের মধ্যে ৩৪ মিনিটই বাসায় কাটিয়েছেন। এতে টেসকোর পণ্য সরবরাহ বিলম্বিত হয়েছে।
ডেলিভারী ম্যানেজার সুস্পষ্ট প্রমান পান যে, বিলির যখন কাস্টমারের বাসায় পণ্য নিয়ে পৌঁছানোর কথা তখন তিনি বাসায়। এমনকি টেসকোর স্টোরে থাকার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে বাসায় চলে যান।
এর ফলে কোম্পানীটি তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে চাকরিচ্যুত করে।
চাকরি হারানোর পর বিলি শ্রম আদালতের শরণাপন্ন হন। আদালত তার মেডিকেল রিপোর্ট পরীক্ষার পর সিদ্ধান্ত নেয় সঙ্গত কারণেই তাকে ঘনঘন টয়লেট ব্যবহার করতে হয়েছে। মূত্রনালীর সংক্রমণ ও প্রোস্টেটের আকার বৃদ্ধি পাওয়ায় তাকে বাধ্য হয়ে টয়লেটে যেতে হয়েছে।
শ্রম আদালত খুঁজে পায় টেসকো বিলির এ ধরনের শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি যথাযথ বিবেচনা না করেই তাকে চাকরিচ্যুত করে। টেসকো নীতির পরিপন্থী কাজ বিলি করেছে এমন অভিযোগও আদালত নাকচ করে দেয়।
এমপ্লয়মেন্ট জাজ মেলানি স্যাঙ্গসটার রায় দেন বিলিকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত অনায্য এবং তা অন্যায়ভাবে করা হয়েছে। একই সঙ্গে আদালত বিলিকে আইনবহির্ভুতভাবে চাকরিচ্যুত করা ও তাকে মানসিক পীড়া দেয়ার দায়ে টেসকো কর্তৃপক্ষকে ১৭,০০০ পাউন্ড ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেন।
তথ্যসূত্রঃ ডেইলি মেইল।





