#যুক্তরাজ্য

হাসপাতালের কাছ থেকে ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেলো ভুক্তভুগি পরিবার।

প্রসব বিলম্বের ফলে মস্তিস্কের সমস্যা নিয়ে জন্ম নেয়া ১৪ বছর বয়সী এক কিশোরীর পরিবারকে ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজী হয়েছে হ্যারোর নর্থউইক পার্ক হাসপাতাল কর্তৃপক্ষ। হাইকোর্টের মধ্যস্থতায় ভুক্তভোগি পরিবারের সঙ্গে হাসপাতালের এই সমঝোতা হয়।

কোর্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে সন্তান ভূমিষ্টের জন্যে নর্থউইক পার্ক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐ কিশোরীর মা। প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মিডওয়াইফের ভুলের কারণে নির্ধারিত সময়ের ৪ দিন পর সন্তান জন্ম দেন মা। দেরিতে জন্ম দেওয়ার ফলে গর্ভে থাকা অবস্থায় শিশুটির অক্সিজেনের অভাব দেখা দেয় এবং এতে তার শ্বাসকষ্ট হয়। এ কারণে জন্মের পর সে কিছুটা ফ্লপি এবং প্রতিক্রিয়াহীন ছিল। পরবর্তীতে তার শরীরে সেরিব্রাল প্যালসি নামে এক ধরনের রোগ ধরা পড়ে। এর ফলে শিশুটি ধীরে ধীরে একান্ত আপনজন ছাড়া অন্য কারো সঙ্গে যোগযোগ করতে পারে না।

এমনকি কারো সহযোগিতা ছাড়া বেশিক্ষণ হাঁটতেও পারে না সে। এ কারণে শিশুটির মা, বাবাকে তাদের পেশা জীবনের ইতি টানতে হয়েছে। এই শিশুটির বয়স এখন ১৪ বছর। ক্ষতিগ্রস্ত এই কিশোরীর পরিবারকে ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপুরণ দিতে রাজি হয়েছে হ্যারোর নর্থউইক পার্ক হাসপাতাল।

এদিকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে ভুল স্বীকার করে ভুক্তভোগি পরিবারের কাছে দু:খ প্রকাশ করা হয়েছে। দুর্বল নেতৃত্ব এবং নিম্নমানের সেবা কারণে ২০১১ সালে নর্থউইক পার্ক হাসপাতালের সমালোচনা করেছিল হেলথ কেয়ার কমিশন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *