#যুক্তরাজ্য

হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে সহায়তা করতে এক বিলিয়ন পাউন্ডের সহয়তা ঘোষনা।

করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেনের হসপিটালিটি ইন্ডাস্ট্রি। গত বছর লকডাউনের কারণে বড়দিন উৎযাপন সম্ভব না হলেও, এবারের বড়দিনকে সামনে রেখে যুক্তরাজ্যের অধিকাংশ রেস্টুরেন্ট, পাব, বার ও হোটেলগুলি তাদের ব্যবসার প্রসারের সুযোগ সৃষ্টির আশা করলেও, নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন সব ভেস্তে দিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝিতে বর্ধিত সংক্রমণ রোধে সরকার প্রদত্ত নতুন বিধি নিষেধের কারণে সমস্ত ব্রিটেন জুড়ে হসপিটালিটি খাতে ধ্বস নেমেছে। লক্ষ লক্ষ রেস্টুরেন্ট, পাব, বার ও হোটেলগুলিতে বুকিং বাতিল করেছে গ্রাহকরা। ভীত সন্ত্রস্ত মানুষ ঘর মুখি হচ্ছেন। এর ফলে রেস্টুরেন্ট, পাব, আতিথিয়তা, অবকাশ ক্ষেত্রে ব্যাবসায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেস্টুরেন্ট সহ ব্যাবসা প্রতিস্ঠান গুলি সহযোগিতায় যারা আতিথেয়তা এবং অবকাশ ক্ষেত্র সরবরাহ করে সরকার স্থানীয় কর্তৃপক্ষ বা কাউন্সিলের জন্য অতিরিক্ত বিধিনিষেধ অনুদান তহবিলে ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অনুদান দিচ্ছে।

ট্রেজারি থেকে মোট ১ বিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষনা দিয়েছেন চেন্সেলর ঋশি সুনাক।

ইংল্যান্ডে আতিথেয়তা এবং অবসর ব্যবসার অনুদানের জন্য ৬৮৩ মিলিয়ন পাউন্ড। অন্যান্য ব্যবসায় সহায়তা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের জন্য অতিরিক্ত সীমাবদ্ধতা অনুদানের জন্য ১০২ মিলিয়ন পাউন্ড টপ-আপ করবে।

সাংস্কৃতিক পুনরুদ্ধার তহবিলের জন্য একটি অতিরিক্ত ৩০ মিলিয়ন থিয়েটার এবং জাদুঘরগুলিকে সমর্থন করার জন্য।সংবিধিবদ্ধ অসুস্থ বেতন রিবেট স্কিম, যাতে ছোট এবং মাঝারি আকারের উদ্যোগগুলি (এসএমই) অসুস্থ কর্মীদের জন্য খরচ পুনরুদ্ধার করতে পারে এবং ১৫৪ মিলিয়ন পাউন্ড বার্নেট তহবিল।সরকার কিছু সংস্থাকে কোভিড-সম্পর্কিত অনুপস্থিতির জন্য অসুস্থ বেতনের ব্যয় সহ সহায়তা করবে।

চ্যান্সেলর থিয়েটার এবং জাদুঘরগুলিকে সাহায্য করার জন্য অতিরিক্ত ৩০ মিলিয়ন পাউন্ড ঘোষণা করেছেন।
তিনি বলেছিলেন যে উদার নতুন সমর্থন পরিস্থিতিকে স্বীকৃতি দিয়েছে অনেক আতিথেয়তা এবং অবসর ব্যবসা ক্রিসমাসের দৌড়ে মুখোমুখি হয়েছে।

ইংল্যান্ডের অর্থনৈতিক চাকা স্বচল রাখার জন্য সরকার কভিড-১৯ করোনাভাইরাস মহামারির শুরু থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যাবসা প্রতিস্ঠান গুলিকে অর্থ অনুদান ও সহযোগিতা করে আসছে। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলা করতেও রেস্টুরেন্ট সহ হসপিটালিটি সেক্টরে ১ বিলিয়ন পাউন্ড সহযোগিতা দিচ্ছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *