স্বাস্থ্য-বিধি প্রত্যাহার হলেও লন্ডনের গণপরিবহনে মাস্ক পড়া বাধ্যতামূলক: সাদিক খান।
আগামী ১৯ জুলাই থেকে ইংল্যান্ডে করোনার সকল বিধিনিষেধ প্রত্যাহার হলেও লন্ডনে বাস, ট্রেনসহ অন্যান্য পরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান।
উল্লেখ্য, ভাইরাসের বিস্তার কমাতে গত এক বছর ধরে পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক বাধ্যতামূলক করা হয়, যা আগামী ১৯শে জুলাই থেকে লাগু হতে যাচ্ছে। তবে ব্যস্ততম পরিসেবা সমূহে মাস্ক পড়ার পরামর্শ দিয়ে নতুন সরকারী নির্দেশিকা জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইংল্যান্ডে আগামী সোমবার থেকে কোভিড নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে তা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তিনি আশা করছেন জনাকীর্ণ স্থানগুলিতে মানুষ মাস্ক ব্যবহার করবে। তিনি এও বলেন মানুষকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে না । কিন্তু এর বিরোধীতা করছেন লন্ডন মেয়র সাদিক খান।
তিনি বলছেন, মাস্ক ব্যবহারের নিয়ম শিথিল করে টিউব, বাস ও অন্যান্য পরিবহন ব্যবহারকারীদের ঝুঁকিতে ফেলতে প্রস্তুত নন তিনি।
লন্ডনের মেয়র বলেছেন, ১৯ জুলাই থেকে ট্রান্সপোর্ট নেটওয়ার্কে মাস্ক অবশ্যই পড়াতে হবে।
তিনি আরো যোগ করেন, টিএফএল কর্মী এবং বাসচালকরা যাত্রীদের মনে করিয়ে দিতে থাকবে যে মাস্ক পড়া আবশ্যক।
লন্ডন প্রথম শহর হবে, যেখানে জাতীয়ভাবে স্বাস্থ্য-বিধি শিথিল করার পরেও মাস্কের বাধ্যবাধকতা বহাল থাকছে।
গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন যে , তিনিও গণপরিবহনে মাস্ক পড়ার পক্ষপাতী।
মিঃ বার্নহাম বিবিসিকে বলেছেন, তিনি এখনও ম্যানচেস্টারের ট্রামে মাস্ক পড়া সম্পর্কে সিদ্ধান্ত নেননি এবং মানুষের বিভ্রান্তি এড়াতে চান।
স্কটল্যান্ডে মাস্ক পড়ার বাধ্যতামূলক ব্যবহার কিছু সময়ের জন্য থাকবে, ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেছেন, ১৯ জুলাই দেশটি তার অন্যান্য নিষেধাজ্ঞাগুলি সরিয়ে দেবে।
মাস্ক পড়ার নিয়মটি দোকান এবং পাবলিক ট্রান্সপোর্টে প্রয়োগ করা হবে। কিন্তু বসার সময় বা কিছু খাওয়ার সময় পাব এবং রেস্তোঁরায় মাস্ক না পড়লেও হবে।তবে কোলাহলপূর্ন জায়গাগুলিতে ফেস মাস্ক অবশ্যই পড়া আবশ্যক।





