স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরে যুক্তরাজ্যে পুনরায় চালু হতে যাচ্ছে স্কুলগুলো
সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে স্কুল পুনরায় চালু করছে সরকার। বিষয়টিকে অগ্রাধিকারভিত্তিক ও নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন হাউজিং সেক্রেটারি রবার্ট জেনরিক। তিনি বলেন, সেপ্টেম্বরে আমাদের শিশুদের স্কুলে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি আরো বলেন, সেপ্টেম্বরে স্কুল খোলার ব্যাপারে আমরা স্কুলের প্রধান শিক্ষকদের সাথে এবং টিচার্স ইউনিয়নগুলোর সাথে এক যোগে কাজ করছি। তবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের স্কুলগুলো পরবর্তী শিক্ষাবর্ষের শুরুতে সমস্ত শিক্ষার্থীর জন্য খোলা হবে।
ইংল্যান্ডে করোনভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং লকডাউন শিথিলকরণ স্থগিতের সিদ্ধান্তের মধ্যে টিচার্স ইউনিয়নগুলো স্কুল খোলার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থানের দাবি জানিয়ে আসছিল। এরইপ্রেক্ষিতে রোববার হাউজিং সেক্রেটারি এই মন্তব্য করেন।





