#যুক্তরাজ্য

স্পেন ও ক্যানারি আইল্যান্ড থেকে ব্রিটেনে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন

শনিবার মধ্য রাত থেকে স্পেন ও ক্যানারি আইল্যান্ড থেকে ফেরা সকল যাত্রীকে বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্পেনের বড় বড় শহরগুলোতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।

বিবিসি জানিয়েছে শুক্রবার ৯০০ বেশি নতুন করে আক্রান্ত হলে দ্রুত সিদ্ধান্ত গ্রহন করে ব্রিটেন। স্পেনীয় সরকার সর্তক করে বলেছে বড় শহরগুলোতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে করোনা আবারো ছড়িয়ে পড়তে পারে।

ব্রিটিশ ফরেন অফিস ভ্রমনকারীদের স্পেনের আইন মেনে চলতে বলছে। পাশাপাশি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট বলছে, ভাইরাস দ্রুত যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি শুধু স্পেনের ক্ষেত্রে নয় যে কোন দেশের ক্ষেত্রে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে।

জেট ২ ও টুই এয়ারলাইন্স ইতিমধ্যে স্পেন ও ক্যানারি আইল্যান্ডে তাদের সকল ফ্লাইট বাতিল করেছে। যারা ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদেরকে সফর সংক্ষিপ্ত করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *