#যুক্তরাজ্য

স্ত্রী হত্যার অভিযোগে ট্যাক্সি চালক গ্রেফতার।

ইংল্যান্ডের লীডস শহরে নিজ গৃহে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ট্যাক্সি চালক স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় খবর পেয়ে তাদের ঘরে পৌছায় ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা কারছে পুলিশ।

পাকিস্থানী বংশোদ্ভুত আবিদা খানম (৩৯) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই ঘটনায় স্বামী সাজিদ পারভেজ ৩৭ কে আটক করে জেল খানায় প্রেরন করা হয়েছে।

দ্যা মেইল অনলাইন জানায় আবিদা খানম গত সপ্তাহ তার বাবাকে দাফন করে পাকিস্থান থেকে যুক্তরাজ্যে ফিরেছিলেন।

পুলিশ তদন্তের জন্য তাদের বাড়ী হ্যারিহিলস এর হোভিংহ্যাম টেরেস কর্ডন করে রেখেছে। প্রতিবেশিরা আবিদা খানমকে একজন যতœশীল মা এবং কমল হৃদয়ের মানুষ হিসেবে উল্লেখ করেছেন।

অন্য প্রতিবেশি বলেছেন, এই দম্পতি খুবই ভালো আন্তরিক ছিলেন, এই ধরনের দুঘর্টনা সত্যি অবিশ্বাস্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *