#যুক্তরাজ্য

স্কটল্যান্ডে বাংলাদেশী শেফ খুন !

সহকর্মীর ছুরিকাঘাতে ১৭ সেপ্টেম্বর শুক্রবার স্কটল্যান্ডের বাংলাদেশী মালিকাধীন একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের শেফ খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম সেলিম বলে জানা যায়। তার গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে । পিতার নাম মরহুম সাদই মিয়া। দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে বসবাসের পর মাত্র কয়েকদিন পূর্বে স্হায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছিল সেলিম। সহকর্মীর হাতে নির্মমভাবে খুন হওয়ায় দেশে ফেরা হলো না তার।

সেলিম স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রীটের বাংলাদেশী মালিকানাধীন গুলশান তান্দুরি রেস্টুরেন্টে শেফের কাজ করতেন। ঐ রেস্টুরেন্টের মালিক ও তার নিজ এলাকার। রেস্টুরেন্টে স্টাফ সংকট হলে সেলিম প্রায়ই স্টাফ সংগ্রহ করে আনেন। যার ছুরিকাঘাতে প্রাণ হারালেন তাকে কিছুদিন আগে কাজে এনেছিলেন সেলিম। বাংলাদেশী ঐ সহকর্মীর সাথে আফগান পরিস্হিতি ও তালেবান ইস্যুতে রাজনৈতিক তর্ক-বিতর্ক হয়েছিল সেলিমের। তা বাক-বিতণ্ডায় রুপ নেয় এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

স্কটল্যান্ডের পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৪-৩৫ মিনিটের সময় ছুরিকাঘাতের সংবাদটি পায়।মারাত্মক জখম অবস্হায় সেলিমকে পুলিশ এডিনবারার রয়েল ইনফারমারিতে নিয়ে যায়।পরে তার মৃত্যু হয়।

পুলিশ ঐ সহকর্মীকে ছুরিসহ রক্তাক্ত অবস্হায় ইনভারকেটিং ষ্টেশন থেকে আটক করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *