স্কটল্যান্ডে নির্মিত হচ্ছে ২টি গ্রীন ফ্রি পোর্ট।
পরিবেশ ভারসাম্য রক্ষা, নেট জিরো এবং সবুজের সমারোহে স্কটল্যান্ডে নির্মিত হতে যাচ্ছে ২টি গ্রীন ফ্রি পোর্ট যার বাজেট ধরা হয়েছে ৫২ মিলিয়ন পাউন্ড। ইংল্যান্ড, ওয়েল্স এবং স্কটল্যান্ড তিন রাজ্য যৌথ ভাবে এই প্রকল্পের জন্য কাজ করছে।
গত বছর যৌথ ভাবে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। গত সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আনুষ্ঠানিক ভাবে এই কাজের ঘোষনা দেন।
বরিস বলেন, গ্রীন ফ্রি পোর্ট সমগ্র ব্রিটেনের জন্য আমদানী রপ্তানী কাজে ব্যাবহিত হবে এতে পুরো বৃটেন অর্থনৈতিক ভাবে উপকৃত হবে এবং হাজার হাজার মানুষের কাজের সংস্থান হবে। সবুজ অরণ্যের ফলে পরিবেশ বিশুদ্ধ হবে।
স্কটিশ ফাইনান্স সেক্রেটারি ক্যাট ফরবিস বলেন, “যৌথ ভাবে এই জিরো নেট, পরিবেশ বান্ধব পোর্ট দুটির নির্মান হলে সব দেশই উপকৃত হবে। যোগাযোগ সহ অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। এই ইকোনোমিক জোন স্বল্প ট্রাফিক ও সাশ্রয়ী ট্যাক্সের মাধ্যমে পরিচালিত হবে। সবুজ সমারোহে পরিবেশ হবে বায়ু দূষন ও স্বাস্থ্য সম্মত”।
স্কটল্যান্ডের রয়েছে অনেক গৌরবময় ইতিহাস। নতুনত্ব এবং নতুন নতুন আবিস্কার সবার জানা। গ্রীন ফ্রি পোর্ট ও এক নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে।২০৪৫ সালের মধ্যে পরিবেশ বাধব দেশ হিসেবে এক নজির সৃস্টির মাইল ফলক হয়ে থাকবে এই গ্রীন ফ্রি পোর্ট।





