#যুক্তরাজ্য

সন্ত্রাসে উসকানির দায়ে যুক্তরাজ্যে একজনের কারাদণ্ড।

সামাজিক গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনে উসকানির দায়ে যুক্তরাজ্যে মুন্না হামজা (৫০) নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের একটি আদালত। দেশটির আইনানুযায়ী ওই ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে দক্ষিণ লন্ডন থেকে তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। শুক্রবার উলউইচ ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ যোগাতে সোশ্যাল মিডিয়ায় হামজার পোস্ট নিয়ে এক নাগরিক পুলিশকে জানালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশকে সংবাদ দেওয়া ব্যক্তির প্রশংসা করে কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান কমান্ডার রিচার্ড স্মিথ। তিনি বলেন, এর ফলে সহিংসতা ও সন্ত্রাস উসকে দেওয়ার মতো আর কোনো কিছু প্রকাশ করা থেকে তাকে আমরা বিরত রাখতে পেরেছি। তা নাহলে ভয়াবহ কিছু ঘটে যাওয়ার শঙ্কা ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *