লন্ডনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, ৩২ জন গ্রেফতার।
রোববার (২০ সেপ্টেম্বর) লন্ডনের প্রাণকেন্দ্রে ট্রাফালগার স্কয়ারে করোনা সংক্রমণের সরকারী বাধা নিষেধের বিরুদ্ধে জনগণ বিক্ষোভে অংশ নিলে, পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। লন্ডনের মেয়রের হুঁশিয়ারি যে, নুতন সংক্রমণ রোধে, আরো করা নিষেধাজ্ঞা জারি করা হবে, এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয়।
ট্রাফালগার স্কয়ারে রোববার সকাল থেকেই জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। দুপুরের আগেই কয়েক শত মানুষ বিভিন্ন প্লেকার্ড উঁচিয়ে ধরে নানান স্লোগানে মুখরিত করে তুলে চত্বর। বিক্ষোভ চরমে পৌঁছালে পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, এসময় জনতা ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ৩২ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে ভ্যানে তুলে।
পুলিশের উপস্থিতিতেই প্রতিবাদকারীরা ‘এটা এখন অত্যাচার’ নামক প্ল্যাকার্ড বহন করে এবং ‘স্বাধীনতা, স্বাধীনতা’ স্লোগান তুলে।
উল্লেখ্য, যুক্তরাজ্য সরকার করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গ থামাতে, এ সপ্তাহে ৬ জনের অধিক লোকের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।





