#যুক্তরাজ্য

লন্ডনে পুলিশের গুলিতে ১ ব্যক্তি নিহত।

লন্ডনের ব্যস্ততম আবাসিক এলাকা কেনসিংটনে পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হয়েছে।

শনিবার বিকেল ৩টার পর কেনসিংটন গার্ডেন্স এলাকায় অস্ত্রহাতে এক ব্যক্তি ব্যাংক ও বুকমেকারে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। এ সময় সেখানে পুলিশের কমপক্ষে ৫টি ইউনিট উপস্থিত ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পিছু ধাওয়া করে। প্রায় ১৫ মিনিটে তার নাগাল পায় প্যালেস গেটে। এ সময় আর্মড পুলিশ অফিসাররা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে প্যারামেডিকরা তাকে বাঁচানোর চেষ্টা সত্ত্বেও স্থানীয় সময় বিকাল ৪টার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তিনটি বিকট শব্দ শোনা গেল। অমনি দেখা গেল একজন ব্যক্তিকে সিপিআর পরীক্ষা করছে প্যারামেডিকরা। এ সময় ওই এলাকার ওপর দিয়ে পুলিশের একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। একে পুলিশ তাৎক্ষণিকভাবে সন্ত্রাস বলে মনে করছে না। তবে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *