#যুক্তরাজ্য

লন্ডনে আবারও লকডাউন বিরোধী বিক্ষোভ।

শনিবার সেন্ট্রাল লন্ডনে হাজার হাজার মানুষ ফের লকডাউন বিরোধী বিক্ষোভে করেছে। হাইড পার্ক থেকে শুরু করে ওয়েস্টমিনস্টার পর্যন্ত মিছিল করে। বিক্ষোভে অংশগ্রহনকারীদের মধ্য থেকে পুলিশ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করে কভিড-১৯ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য।

স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে যে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী লোকের সংখ্যা প্রত্যাশা ছাড়িয়ে গেছে। আর হোম অফিস বলেছে বর্তমান করোনাভাইরাস আইনের অধীনে বিক্ষোভে অংশগ্রহণ করা অবৈধ।

বিক্ষোভে পরিবেশ খুব “উত্তেজিত” ছিল, বেশ কিছু মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ।

বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে ছিল অনেকের। এতে এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এবং সরকার বিরোধী লেখা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেছে সে জানে যে কোভিড খারাপ। “গত মার্চে সে নিজেই আক্রান্ত হয়েছে ,”তবে তিনি বলেন। লকডাউন তার চেয়ে অনেক বেশি খারাপ ।

এদিকে এর আগে ৬০ জনেরও বেশী সংসদ সদস্য হোম সেক্রেটারিকে চিঠি লিখে আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন যাতে তারা লকডাউনের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *