রেড লিস্ট দেশগুলি থেকে ফিরলেই গুনতে হবে ১৭৫০ পাউন্ড !
করোনা মহামারী ঠেকাতে যুক্তরাজ্য সরকার একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রস্তুতি হিসেবে বলা হয়েছে যে, যারা লাল তালিকাভুক্ত ৩৩টি দেশ থেকে ফিরবেন, তাদেরকে নিজ খরচে সরকারের নির্ধারিত হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
গত সপ্তাহে হোম সেক্রেটারী প্রীতি প্যাটেল এমনই একটি ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার হাউজ অফ কমন্সে হেল্থ সেক্রেটারী ম্যাট হ্যাংকক তা নিশ্চিত করলেন। তিনি বলেন, আগামী সোমবার থেকে এই আইন কার্যকর হবে। লাল তালিকাভুক্ত দেশগুলি থেকে যারাই আসবেন, তাদেরকে সরকারের বেঁধে দেয়া ১৬টি হোটেলে রুম বুক করে আসতে হবে। এর জন্যে হোটেলগুলি প্রায় ৪৬০০ রুম প্রস্তুত রেখেছে। এয়ারপোর্ট ট্রান্সফার, থাকা খাওয়া, কভিড-১৯ টেস্ট সহ অন্যান্য সুবিধার জন্যে প্রতি যাত্রীকে ১০ দিনের জন্য ১৭৫০ পাউন্ড গুনতে হবে।
তিনি আরও বলেন, কেউ তাদের ভ্রমণ সংক্রান্ত মিথ্যে তথ্য দিলে বা নির্ধারিত কোয়ারেন্টাইনে না গেলে সর্বোচ্চ ১০,০০০ পাউন্ড জরিমানার মুখমুখি হতে পারেন, অনাদায়ে ১০ বছরের কারাদন্ড হতে পারে।
তথ্য সূত্রঃ বিবিসি।





