#যুক্তরাজ্য

রাশিয়ার সাথে সম্মুখ সমরে জড়াবে না ব্রিটেন।

রাশিয়ার সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়াবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সাম্প্রতিক সময়ে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে ব্রিটিশ সেনাদের উপস্থিতি বাড়ানো হয়েছে। বরিস জনসন জানিয়েছেন, এটি করা হয়েছে শুধুমাত্র ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে।

মঙ্গলবার এস্তোনিয়া সফরে যান বরিস। এস্তোনিয়াতেই সবচেয়ে বেশি ব্রিটিশ সৈন্য মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়ে বরিস বলেন, এ বিষয়টির উপর আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করব না। আর টাপায় (এস্তোনিয়ার একটি শহর) আমাদের যে সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে এটি শুধুমাত্র ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে।

তিনি আরও বলেন, সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে শুধুমাত্র প্রতিরক্ষার জন্য, এর বাইরে কিছুই নয়।

এদিকে এস্তোনিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউক্রেনের একজন সাংবাদিক জিজ্ঞেস করেন তারা ইউক্রেনে নো ফ্লাই জোন বাস্তবায়ন করবেন কি-না। এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বরিস জনসন সরাসরি জানান এটি তারা করবেন না। কারণ এতে করে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে ব্রিটেন ও ন্যাটো।

তথ্যসূত্র: স্কাই নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *