যুক্তরাজ্যে সোমবার কভিডে কারো মৃত্যু হয়নি।
সোমবার ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। যুক্তরাজ্যের তিনটি দেশে শূন্য মৃত্যুর ঘোষণা দেওয়া হলেও ওয়েলসে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের পরামর্শে যুক্তরাজ্যের করোনাভাইরাস সতর্কতা স্তরটি চার থেকে তিন নামিয়ে আনার পর এ ঘোষণা আসে। সতর্কতা স্তরের তিন এর অর্থ হ’ল ভাইরাসটি এখনও সাধারণ সঞ্চালনে থাকলেও সংক্রমণ আর বেশি বা তীব্র আকারে বাড়ছে না।
এদিকে পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, টিকা কার্যক্রম সচল থাকলে ও সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে আগামী আগস্টের মধ্যে করোনা ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব।





