যুক্তরাজ্যে ভিসার আবেদন ৮৪ শতাংশ বেড়েছে।

বাংলাদেশি নাগরিকদের যুক্তরাজ্যে ভিসার আবেদন গত বছরের তুলনায় ৮৪ শতাংশ বেড়েছে। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্য সকল ধরনের ভিসা আবেদন অনলাইন পেমেন্টের মাধ্যমে গ্রহণ করবে। আগামী ২৮ নভেম্বর থেকে সকল পেমেন্ট যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে হবে। তবে তার আগ পর্যন্ত ভিসা প্রার্থীরা অনলাইন এবং নগদ উভয়ভাবেই আবেদন করতে পারবেন। ভিসা আবেদন কেন্দ্রে পাসপোর্ট জমা ও বায়োমেট্রিক দেওয়ার আগে ভিসা মূল্য জমা দিতে হবে।
এ বিষয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রর্বাট সি ডিকসন বলেন, চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশিদের ২৪ হাজার ৪০০টির বেশি ভিসা দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি।
তিনি আরও বলেন, বাংলাদেশে চলমান ‘ডিজিটাল বাংলাদেশ’ এর আলোকে ভিসা পেমেন্ট ব্যবস্থা সকল ভিসা প্রার্থীর জন্য অনলাইন করা হয়েছে।