#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বাড়ির দাম হু হু করে বাড়ছে

সম্প্রতি যুক্তরাজ্যে এক জরিপে দেখা গেছে, গত ১১ এর বছরের ইতিহাসে বাড়ির দাম এই মাসে সর্বোচ্চ ছুঁয়েছে।

এক জরিপের দেখা গেছে, জুলাই মাসে গড় বাড়ির দাম ১.৭%  বেড়েছে যা ২০০৯ সালের আগস্টের পর থেকে বড় ধরনের বৃদ্ধি। একই জরিপে করোনা ভাইরাস নিষেধাজ্ঞা গুলি তুলে নেওয়ায় অর্থনীতির প্রত্যাবর্তন দ্রুত ঘটছে বলে জানা যায়।

ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে, বাড়ি কেনার ক্ষেত্রে মর্টগেজের অনুমোদন মে মাসের তুলানায় জুন মাসে ৪ গুন বৃদ্বি পেয়েছে। তবে এটি এখনো বর্তমান মহামারির পূর্ব অবস্থা থেকে ৪০ শতাংশ কম।

এদিকে ইংল্যান্ডের কিছু ব্যাংক কর্মকর্তা আশঙ্কা করছেন, প্রাথমিক ভাবে অর্থনৈতিক অবস্থা দ্রুত পরিবর্তন হতে পারে, তবে অর্থনীতির আগের অবস্থায় ফিরে যেতে কয়েক বছর সময় লাগতে পারে।

এদিকে, অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেছেন, তার দৃষ্টিতে লকডাউন নিষেধাজ্ঞাগুলি সহজ করার পর থেকে হাউজিং বাজারের অপ্রত্যাশিতভাবে দ্রুত প্রত্যাবর্তন  ঘটছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *