#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে এগিয়ে ট্রাস।

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে মাঠে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টির এ দুই শীর্ষ নেতার মধ্যে ২২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন লিজ ট্রাস।

আগামী ৫ সেপ্টেম্বর জানা যাবে বরিস জনসনের উত্তরসূরি হিসেবে কে ১০ ডাউনিং স্ট্রিটে পা রাখবেন। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার অপিনিয়াম রিসার্চের কনজারভেটিভ পার্টির সদস্যদের জরিপে দেখা গেছে, সুনাকের চেয়ে ২২ শতাংশ বেশি পয়েন্টে এগিয়ে রয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। এতে পার্টির ৪৫০ সদস্যের মধ্যে ৬১ শতাংশ সমর্থন করছেন ট্রাসকে। আর ৩৯ শতাংশের সমর্থন রয়েছে সুনাকের ওপর। জরিপের ফলে সুনাকের তুলনায় ট্রাস ২২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।

ক্ষমতাসীন রক্ষণশীলদের প্রায় ২ লাখ সদস্য প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিবর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোট দিচ্ছেন। বরিস জনসন একাধিক কেলেঙ্কারি এবং সংসদীয় বিদ্রোহের পর গত জুলাই মাসে বলেছিলেন, পার্টি চাইলে তিনি পদত্যাগ করবেন। সুনাকের পদত্যাগ জনসনের পতন ঘটাতে সাহায্য করেছিল। তবে সর্বশেষ জরিপে ট্রাস এগিয়ে রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *