#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১২০০ ।

কিছুটা কমেছে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা । গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২০০ জনের । শুক্রবার মৃতের সংখ্যা ছিলো ১২৪৫ জন, বৃহস্পতিবার ছিলো ১২৩৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৭১ জন। মৃত্যুর পরিসংখ্যানে সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩২৭৫ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিলো ২৯০৭৯ জন, বৃহস্পতিবার ছিলো ২৮৬৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৯৬ হাজার ০৮৮ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ হাজার ৭৮৩ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩,৮৩২জন। আর এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৭৮ হাজার ৯৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৪৩২ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *