যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি।
যুক্তরাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে প্রবল শীতের প্রভাবে আবহাওয়া অফিস একাধিক সতর্কতা জারি করেছে। উত্তর আয়ারল্যান্ড, উত্তর ও মধ্য স্কটল্যান্ড, দক্ষিণ-পশ্চিম ওয়েলসের উপকূলীয় অঞ্চল এবং ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা বলবৎ রয়েছে।
এদিকে নর্থ ইয়র্ক এবং ইয়র্কশায়ারের কিছু অংশে অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে উঁচু এলাকায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার (৬–১০ ইঞ্চি) পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
ইতোমধ্যে ইংল্যান্ড ও ওয়েলস এই মৌসুমের সবচেয়ে ঠান্ডা রাতের অভিজ্ঞতা অর্জন করেছে। কামব্রিয়ার ওয়ারকপে তাপমাত্রা নেমে গেছে -৬.১°C, আর সেনিব্রিজে ছিল -৫.৮°C। স্কটল্যান্ডের ড্রামনাড্রোচিটে তাপমাত্রা রেকর্ড হয়েছে -৪.৮°C, এবং উত্তর আয়ারল্যান্ডের আল্টনাহিঞ্চ ফিল্টারে ছিল -২.৮°C।
মৌসুমি এই তীব্র ঠান্ডার কারণে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।




