মায়ের পরিণতি আমারও হতে পারতো : প্রিন্স হ্যারি।
ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম সদস্য প্রিন্স হ্যারি বলেছেন, তার পরিণতি তার মা প্রিন্সেস ডায়ানার মতো হতে পারত। তার মায়ের মৃত্যুর ঘটনা উল্লেখ করে এমন আশঙ্কার কথা জানিয়েছেন হ্যারি। জনপ্রিয় মার্কিন উপস্থাপক ওপরা উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এই আশঙ্কার প্রকাশ করেন।
স্ত্রী মেগান মার্কেলকে সাথে নিয়ে উক্ত সাক্ষাৎকারে হ্যারি বলেন, আমি যথেষ্ট খুশি যে, মেগানকে পাশে বসিয়ে এই সাক্ষাৎকার দিতে পারছি। তার মায়ের যে পরিণতি হয়েছিল, সেই বিভীষিকাময় ঘটনাকে কল্পনা করতেও তার কষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন প্রিন্স হ্যারি।
রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসা একটা কঠিন সিদ্ধান্ত তো বটেই। তবে তারা দুজনে যে পরস্পরের জন্য বাঁচতে পারছেন, সেটাই অনেক বলে জানান হ্যারি। সিবিএস নিউজকে দেওয়া এই সাক্ষাৎকার আগামী ৭ মার্চ সম্প্রচার করা হবে। তবে এর আগে সিবিএস নিউজ দুটি ক্লিপ প্রকাশ করেছে। গত বছরই রাজকীয় সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেন হ্যারি এবং মেগান।
সূত্রঃ গার্ডিয়ান।





