মসজিদ কমিটির অর্ধেকই করোনায় মৃত !
উত্তর পশ্চিম ইংল্যান্ডের একটি শহর নেলসন। আর এই নেলসনের অন্যতম একটি মসজিদ হচ্ছে গাউসিয়া মসজিদ। নামাজের জন্যে খোলা রাখার অনুমতি থাকলেও, অনেকটা ভীতি এবং অধিকন্ত দুঃখে ভারাক্রান্ত হয়ে মসজিদটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অত্যন্ত বেদনাক্রান্ত হয়ে মসজিদটির ইমাম কারী খালিদ মেহমুদ জানালেন যে এই করোনা মহামারী তাদের মসজিদের অর্ধেক কমিটি সদস্যদের কেড়ে নিয়েছে।
গত বছরের মার্চ হতে এই পর্যন্ত, সভাপতি কোষাধক্ষ সহ মোট চারজন সম্মানিত সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।





