#যুক্তরাজ্য

ব্রিটিশ সরকারের দুই শীর্ষ মন্ত্রীর পদত্যাগ।

বরিস জনসনের কেবিনেট থেকে সরে দাঁড়িয়েছেন দুই প্রভাবশালী সদস্য অর্থমন্ত্রী (চ্যান্সেলর) রিশি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এক সঙ্গে পদত্যাগ করা এই দুই মন্ত্রী কারণ হিসেবে বলেছেন, তারা দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বরিস জনসনের ওপর আর আস্থা রাখেন না।

চ্যান্সেলর রিশি সুনাক বলেছেন, জনগণ আশা করে যে সরকার ‘সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে’ পরিচালিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ তারই প্রতিধ্বনি করে বলেছেন, জনসন সরকার জাতীয় স্বার্থে কাজ করছে না।

এমপি ক্রিস পিনচারকে সরকারি ভূমিকায় নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়ার কয়েক মিনিট পরেই এ দুজন পদত্যাগ করেন।

বরিস জনসন স্বীকার করেছেন, তিনি এমপি পিনচারের অসৎ আচরণ সম্পর্কে আগেই অভিযোগ করা হলেও তাকে এই বছরের শুরুতে ডেপুটি চিফ হুইপ নিযুক্ত করে একটি ‘বাজেরকম ভুল’ করেছেন।

এ বিষয়ে বরিস জনসনের ভূমিকা বিরোধী দলের পাশাপাশি তার নিজের দলের কিছু এমপির তীব্র সমালোচনার মুখে পড়ে।

তবে গণমাধ্যমগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও মাইকেল গভসহ অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্য প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

তথ্যসূত্র: গার্ডিয়ান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *