ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক ঋসি সুনাক।
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক চ্যান্সেলর ঋসি সুনাক।
টুইটারে এক বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন, কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চান।
এ ব্যাপারে ঋসি সুনাক বলেন, আমি কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং আপনাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাঁড়াচ্ছি।
টুইটে ঋসি সুনাক একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে তুলে ধরেছেন ৬০ এর দশকে কিভাবে ভারত থেকে তার পরিবার যুক্তরাজ্যে এসে বসবাস শুরু করে।
তিনি তার বর্তমান অবস্থানের জন্য পরিবারকে ধন্যবাদ জানান। ভিডিওতে সুনাক বলেন, পরিবার আমার কাছে সবকিছু। আমার পরিবার যেগুলোর স্বপ্ন দেখত আমাকে সেগুলো দিয়েছে।
এদিকে ঋসি সুনাক প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর বেশ কয়েকজন কনজারভেটিভ এমপি জানিয়েছেন, তারা ঋসি সুনাককে তাদের সমর্থন দেবেন। কারণ তাদের বিশ্বাস সুনাক কনজারভেটিভ পার্টির মধ্যে যে ভাঙন দেখা দিয়েছে সেটি ঠিক করতে পারবেন।
ঋসি সুনাক ছাড়াও পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।





