ব্রিটিশ নাগরিকত্ব পাবেন ৫৪ লাখ হংকং এর নাগরিক !
হংকং এ চলমান চীনা আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন এর কারনে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন থেকে প্রতিবাদে সোচ্চার ছিলো। এর পরিপ্রেক্ষিতে হংকংয়ের নাগরিকদের জন্য নতুন ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ব্রিটেন। হোম অফিসের ঘোষণা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসেই হংকং এর জন্যে নতুন ভিসা কার্যক্রম শুরু হবে।
নতুন এই ভিসা ব্যবস্থায় যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি এবং ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ারও সুযোগ পাবে ৫৪ লাখ হংকংবাসী। যা কি না বর্তমান চীনের এই অঞ্চলটির মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সরকার বলেছে, হংকংয়ের মানবাধিকার এবং চলাফেরার স্বাধীনতায় চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সরকারের অনুমান, আগামী পাঁচ বছরের মধ্যে এ সুবিধা নেবেন হংকংয়ের কমপক্ষে তিন লাখ মানুষ।





