#যুক্তরাজ্য

বৈধতা প্রত্যাশীদের ফের আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত ইমিগ্র্যান্টদের বৈধতা দেওয়ার বিষয়ে ফের আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়ও দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

১৮ মার্চ বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন বরিস জনসন। তিনি বলেন, যুক্তরাজ্যে অবৈধ উপায়ে আসা অভিবাসীদের সাধারণ ক্ষমা করতে তিনি প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, যেহেতু এই অবৈধ অ‌ভিবাসীরা যুক্তরাজ্যে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন এবং অপরাধমূলক কাজে সম্পৃক্ত হননি, তাই তাদের বৈধ করাটাই যুক্তিসঙ্গত।

উল্লেখ্য, যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছেন। তবে বরিস জনসন জানিয়েছেন, বিদ্যমান নিয়মের অধীনে যা হয়ে আসছে এবারও তাই ঘটবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *