বিবাহ বার্ষিকীতে ১৪,৪০০ পাউন্ড জরিমানা।
করোনা বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে ইংল্যান্ডের ওয়ার্টফোর্ডের একটি পরিবারকে ১৪,৪০০ পাউন্ড জরিমানা করেছে পুলিশ।
পুলিশ বলছে একটি বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে ১৮ জনের উপস্থিতি ঘটে। পুলিশ উপস্থিত সবাইকে ৮০০ পাউন্ড করে জরিমানা করে। ওয়ার্টফোর্ডের দেভেরাক্স ড্রাইভ নামক স্থানে পারিবারিক অনুষ্ঠানে হাজির হয় পুলিশ। গত ২৯ জানুয়ারী থেকে অবৈধভাবে ১৫ জনের বেশি লোকের সমাবেশ হলে ৮০০ পাউন্ড জরিমানা করছে পুলিশ।





