#যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে মসজিদের সামনে মুসল্লিদের উপর হামলা।

ইস্ট লন্ডনের ইস্টহ্যামের পলিগ্রিমস ওয়ে এলাকায় মসজিদ বেলাল ও ইসলামিক সেন্টারের মুসল্লিদের উপর হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাগরিবের নামাজ ও ইফতারির পর ১৯ এপ্রিল মঙ্গলবার রাত ৯ টার কিছু সময় আগে এই ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে বলা হচ্ছে, হঠাৎ করেই রাত ৯ টার ঠিক কিছু সময় আগে ১৫-১৬ জন ইউরোপীয় ব্যক্তি হাতে অস্ত্র, বিয়ারের বোতল এবং হকস্টিক নিয়ে মুসল্লিদের উপর চড়াও হয়। এই সময় বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

একই সাথে মসজিদের বাইরে রাখা বিনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বলছে, তারা ঠিক ৯ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু তারা আশপাশে খুঁজেও কাউকে পায়নি। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ।

এছাড়া পুলিশ আরও বলছে, তারা সেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। তাই ১৯ এপ্রিলের ঘটনা সম্পর্কে কারও কাছে কোন তথ্য থাকলে তা দিয়ে পুলিশকে সহায়তা করতে অনুরোধ করেছে পুলিশ।

অন্যদিকে এমন ঘটনায় মসজিদে আসা মুসল্লিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, আকস্মিক এই ঘটনায় তারা হতবম্ব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *