#যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে বাড়িতে ঢুকে যুবক খুন।

পূর্ব লন্ডনের প্ল্যাস্টোতে ২০ বছর বয়সী এক যুবকের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মারা যায় ওই যুবক।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম এলিয়ট ফ্রান্সিক। গত মঙ্গলবার ১৯ এপ্রিল হাডসন ক্লোজের বাড়িতে এলিয়টের শয়নকক্ষে তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে লন্ডন এয়ার এম্বুলেন্স সার্ভিস ও প্যারামেডিকের ব্যাপক চেষ্টার পরেও সেখানেই মৃত্যু হয় এলিয়টের।

পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার কালো পোশাক পরিহিত আফ্রিকান এক ব্যক্তি ফ্রান্সিককে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পার্ক গ্রোভ হয়ে চাদ গ্রিনের দিকে চলে যায়। তবে এখন পর্যন্ত আততায়ীকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।

তথ্যসূত্র : স্কাই নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *