#যুক্তরাজ্য

পুনরায় লকডাউন এড়াতে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার (৩০ সেপ্টেম্বর ) ডাউনিং স্ট্রিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির কারনে ব্রিটেন এক সংকটপূর্ণ অবস্থায় পৌঁছেছে। তিনি সবাইকে সর্তক করে বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও পদক্ষেপ নেয়ার প্রয়োজন হতে পারে।

তিনি জাতিকে সম্মিলিত সহশীলতা, বোধ বুদ্ধি এবং ত্যাগ স্বীকার করে পরিস্থিতি মোকাবেলার আহবান জানান।

তিনি বলেন, ক্রম বর্ধমান কভিড-১৯ রোগীর সংখ্যা এবং নাগরিকদের বিধি নিষেধ মেনে চলতে উদাসীনতার কারনে সরকার নতুন বিধিনিষেধ আনতে বাধ্য হয়েছে।

তিনি সরকারের নেয়া নতুন প্রদক্ষেপ ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রনে কিছুটা সময় লাগতে পারে।

ছাত্র-ছাত্রীরা যাতে বড়দিনে নিরাপদে বাড়ী ফিরতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, শীতে করোনা মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অক্টোবরের শেষ দিকে প্রতি ৫ লাখ মানুষ করোনা টেস্ট করতে পারবেন। আর ৪ মাসের সুরক্ষা সরঞ্জাম যেমন, মাস্ক, গাউন এবং ভিজরস এর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় লকডাউন এড়াতে তিনি আর বিধিনিষেধ আরোপ করতে দ্বিধা করবেন না।

তিনি সবাইকে আরো সর্তক করে বলেন, স্থানীয়ভাবে করোনার দ্বিতীয় তরঙ্গ প্রথম তরঙ্গের যাইতেও বেশি হতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে ইংল্যান্ডের চীফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটি জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগী এবং ইনসেনটিভ কেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরপরও হাসপাতালগুলো রোগীদের মোকাবেলায় সামর্থ রয়েছে।

এদিকে প্রধান বৈজ্ঞানিক উপদেস্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেছেন, এটি পরিস্কার যে, ভাইরাস দ্রুত সংক্রমিত হতে। এটি আমাদের নিয়ন্ত্রনে নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *